নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান কার্বারীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর জোনের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ সাদী (পিএসসি)।
মতবিনিময় সভায় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি ইসমাইল হোসেন সিরাজীসহ নানিয়ারচর জোনের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান, কার্বারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে নানিয়ারচর জোন অধিনায়ক বলেন, আমরা অতি সম্প্রতি নানিয়ারচর জোনের দায়িত্বভার গ্রহন করেছি। আমরা যে কোন প্রয়োজনে সর্বদা আপনাদের পাশে আছি। “সবার উপরে দেশ” এই চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪পদাতিক ডিভিশনের অধিনে সদর দপ্তর রাঙামাটি রিজিওনের আওতাধীন নানিয়ারচর সেনা জোন এই এলাকায় সন্ত্রাস দমন কঠোর অভিযান পরিচালনার জন্য পাশাপাশি জনগনের আস্থা অর্জনে কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকার মতো নানিয়ারচর উপজেলায় ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, আনসার এবং অন্যান্য সংস্থার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। উপজেলা প্রশাসন নিয়মিত উন্নয়ন কার্যক্রম ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে অত্র এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
তিনি আরো বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে নানিয়ারচর জোন। কাউকে ছাড় দেওয়া হবে না বলেও এসময় হুশিয়ারী উচ্চারণ করেন জোন অধিনায়ক।
এসময় নানিয়ারচর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অন্যায়ভাবে অন্যের জমি দখল, বিভিন্ন ইস্যু তৈরী করে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা ও গোষ্ঠীগত সংঘাত মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠান সমূহের সমন্বিত ভুমিকা এবং করণীয় বিষয়াদী তুলে ধরা হয়েছে।