নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃক পাচারকালে অবৈধ গোল কাঠ আটক করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে সুদক্ষ দশ (১০ বীর)।
বুধবার (৩০ আগস্ট) রাতে নানিয়ারচর জোন আওতাধীন বুড়িঘাট ক্যাম্প এলাকায় অবৈধ কাঠ পাচারকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে ২শত সেফটি গোল গাছ আটক করা হয়। যার বাজার মূল্য ১লক্ষ টাকা।
সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে এই পথে নৌকা যোগে বিভিন্ন প্রজাতির গোল কাঠ পাচার করে আসছে। এসব চোরাচালান রোধকল্পে নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ এসব গোল কাঠ আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আটককৃত এসব অবৈধ গোল কাঠ বন বিভাগ কে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নানিয়ারচর জোন।
এবিষয়ে জোন অধিনায়ক জানান, পার্বত্য চট্টগ্রাম হতে দেশের বনজ সম্পদ রক্ষায় এবং অবৈধ কাঠ পাচার রোধকল্পে ভবিষ্যতেও নানিয়ারচর জোনের অভিযান অব্যাহত থাকবে।