নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল (১৬ মে) নানিয়ারচর হতে লংগদু উপজেলার সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাবিত সড়কের চলমান কাজ পরিদর্শন করেছেন, চট্টগ্রাম ৩৪ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন বিগ্রেডের বিগ্রেডিয়ার জেনারেল মো. শামসুল আলম (পিএসসি)।
সম্প্রতি নানিয়ারচর হতে লংগদু ৪৫কিলোমিটার সড়ক নির্মাণে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন বিগ্রেড এই সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবেন মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন বিগ্রেডিয়ার জেনারেল মো. শামসুল আলম।
এসময় নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মশিউর রহমান পিএসসি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ সহ সেনা কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নানিয়ারচর-লংগদু সড়কটি জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। দীর্ঘদিন সড়কটি নির্মাণে এলাকাবাসীর জোর দাবি ছিলো সরকারের প্রতি। এই সড়কটি নির্মাণ কাজ শেষ হলে জাতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে এই জনপদ। শিক্ষা, চিকিৎসা সহ এলাকার পর্যটন খাতেও আসবে আমুল পরিবর্তন।