নিজস্ব প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানিয়ারচরে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উদযাপিত হয়েছে। নানিয়ারচর রত্নাংকুর বন বিহারের উদ্যোগে ত্রি স্মৃতি বিজড়িত ২দিনব্যাপী ২১তম শুভ বৈশাখী পূর্ণিমা অনুষ্ঠিত হয়।
রোববার (১১ মে) সকালে রত্নাংকুর বিহার প্রাঙ্গনে হাজারো পূন্যার্থীর অংশগ্রহণে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধধাতু পূজা, ত্রিপিটক পুজা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পিণ্ড দান ও নানাবিধ দান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথমার্ধে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত বৈশিষ্ট্য মহাস্থবির ভান্তে। রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধানন্দ মহাস্থবির ভান্তে পূন্যার্থীদের মাঝে স্বধর্ম দেশনা প্রদান করেন।
ঊষা কিরণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিহার সভাপতি কমল কান্তি দেওয়ান, সাধারণ সম্পাদক প্রভাত কুসুম চাকমা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বিকেলে পূন্যার্থীদের বিভিন্ন দানকার্য শেষে দেশনা (ধর্মীয় উপদেশ) প্রদান করবেন, ফুরোমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত ভৃগু মহাস্থবির ভান্তে ও রাঙামাটি রাজবন বিহার থেকে আগত ভদন্ত সত্য প্রেম মহাস্থবির ভান্তে।