নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর প্রেস ক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা পরিষদ রেষ্ট হাউজ সংলগ্ন নানিয়ারচর প্রেস ক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন, নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাগত জোন (১৭ ইষ্ট বেঙ্গল) অধিনায়ক তানভীর আহমেদ সাদি, পিএসসি।
নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক, রাঙামাটি জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও নানিয়ারচর থানার নবাগত ওসি নাজির আলম।
নানিয়ারচর প্রেস ক্লাব সদস্য মেহরাজ হোসেন সুজনের সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা সিরাজুল ইসলাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রনি, কোষাধক্ষ্য গোলাম মোস্তফা, সদস্য ইকবাল হোসেন ও মো. ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নানিয়ারচরের মত প্রত্যন্ত এলাকায় প্রেস ক্লাব সমাজের জন্য সুফল বয়ে আনবে। আপনারা সমাজের অনিয়ম দূর্নীতি ও অসংগতি তুলে ধরবেন। ন্যায় ও সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। যাতে করে সমাজের সাধারণ জনগণ উপকৃত হবে।
এসময় বিদায়ী জোন অধিনায়ক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক কে ক্লাব সদস্যরা সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। নবাগত জোন অধিনায়ক ও বিশেষ অতিথিদের কে ফুল দিয়ে বরণ করে নেন প্রেস ক্লাব সদস্যরা।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয় এবং মোনাজাত পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামের আমির।