নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর সেনা জোন কর্তৃক স্থানীয়দের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে এই চিকিৎসা সেবা অনুষ্ঠানে নেতৃত প্রদান করেন, মেজর মোঃ রোকন-উজ-জামান খান (এসবিপি, এসইউপি, পিএসসি, জেডএসও)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে ২০০জন নারী পুরুষ ও শিশু কিশোর বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহণ করে।
জোন সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন প্রায়শই তার দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও হতদরিদ্র জনগণের মাঝে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আগামীতেও সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।