নিজস্ব প্রতিনিধিঃ
“সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জোন প্রাঙ্গনে সাপমারা যুব ক্লাবের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।
নানিয়ারচর জোন সূত্র জানায়, সাপমারা যুব ক্লাবের সদস্যরা বেশ কয়েকদিন যাবৎ ক্রীড়া সামগ্রীর অভাবে খেলাধুলা করতে পারছেনা। বিষয়টি জানতে পেরে নানিয়ারচর জোন অধিনায়ক স্থানীয় যুবকদের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নেন।
সূত্রটি আরো জানায়, সাপমারা যুব ক্লাবকে ১৫জোড়া ফুটবল জার্সি, ১৩জোড়া ভলিবল জার্সি, ২টি ফুটবল, ২টি ভলিবল, ১টি ভলিবল খেলার নেট এবং ১জোড়া হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়।
এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।