নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে জোনের আওতাধীন স্থানীয় অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর আহমদ সাদী, পিএসসি।
এবিষয়ে জোন অধিনায়ক জানান, এলাকার অসহায় ও দরিদ্র পরিবারসমূহকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল করতে এই সহায়তা প্রদান করা হয়েছে। নানিয়ারচর জোনের উদ্যোগে ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
জোন সূত্রে জানা যায়, রাঙামাটি রিজিয়ন কমান্ডার এর দিক নির্দেশনায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তানভীর আহমদ সাদী, পিএসসি এর তত্ত্বাবধানে ০৫টি দরিদ্র পরিবারকে বিকল্প কর্মসংস্থান হিসেবে মানবিক সহায়তা এবং হাঁস লালন পালনের জন্য হাঁসের শেড, হাঁসের খাবার ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।