মেহেদী ইমামঃ
রাঙামাটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে নানিয়ারচর সেনা জোন (১০ বীর)।
সোমবার সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সাপমারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিদর্শন করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।
এসময় উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে শতাধিক শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধ রোগী বিনামূল্যে ঔষুধ এবং চিকিৎসা সেবা গ্রহন করে।
এবিষয়ে স্থানীয়রা জানান, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা পেয়ে আমরা আনন্দিত। এদিকে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
সেনা সূত্রে জানা যায়, নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার এই চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ১৩০জন রোগী বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা লাভ করে।
জানতে চাইলে নানিয়ারচর জোন অধিনায়ক জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার অসহায় এবং হতদরিদ্র জণগনের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।