নানিয়ারচর প্রতিনিধিঃ
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা), ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২দিনব্যাপি আয়োজিত বিজ্ঞান মেলা পরিদর্শন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান। এতে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথ, যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশ এখন উন্নয়নের পথে এগোচ্ছে। শিক্ষা ও সমৃদ্ধির দিকে এগোতে হলে আমাদের উন্নতমানের শিক্ষার বিকল্প নেই। বিশ^ায়নের এই যুগে আমাদের কে পিছিয়ে থাকলে হবে না। ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে আমাদের কে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ঘুরে দেখেন।
এবারে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজনে বিজ্ঞানভিত্তিক প্রকল্পের স্টলে অংশগ্রহণ করে নানিয়ারচর সরকারি কলেজ, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়সহ তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।