মেহেদী ইমামঃ
রাঙামাটির নানিয়ারচরে ৩২টি মসজিদে জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সকল মসজিদ কমিটির দায়িত্বশীলদের নিকট ঈদ উপহার তুলে দেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দয়াল দাশ।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী, নায়েবে আমীর ইসমাইল হোসেন সিরাজী, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক ও সকল মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার বিতরণকালে দয়াল দাশ বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমাদের এই সামান্য উপহার আপনাদের ঈদ কে আরো উৎসবমুখর করবে। সকল জুমা মসজিদ ও পাঞ্জেগানা মসজিদে বরাদ্দকৃত অর্থ আমরা ভাগ করে দিয়েছে। যাতে করে আপনারাও একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।