নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে যৌথ বাহিনীর অভিযানে ১৫লক্ষ টাকা মূল্যের দেশী বিদেশী অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ১৭মাইল এলাকার কাটা পাহড়ে ১৮ কাটুন সিগারেট জব্দ করা হয়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজির আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১লক্ষ ৮৫হাজার ২০০শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪লক্ষ ৮০হাজার টাকা।
পুলিশ আরো জানায়, এবিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে খাগড়াছড়ি থেকে একটি ট্রাকে করে এসব বিদেশী সিগারেট রাঙামাটি যাওয়ার পথে বেশ কয়েকজন গাড়িটি আটক করে কয়েক কাটুন সিগারেট নামিয়ে রাখে। অভিযান চালালে আরো সিগারেট পাওয়া যেতে পারে।