নিজস্ব প্রতিনিধিঃ
২০২৫-২৬ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া এই হাইব্রিড বোরো ধানের বীন বিতরণ করেন।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া বলেন, রবি মৌসুমে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিজন কৃষক কে ২ কেজি হারে ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে।
এসময় নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আজিজুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ জয় চাকমা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার মল্লিক সহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

