নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে বুড়িঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বুড়িঘাট বুড়িঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাদুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার ও জহিরুল ইসলাম মেম্বার, বগাছড়ি ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মফিজ শেখ, নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম।
এসময় বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নানিয়ারচর উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু জাফর ও মো. রিয়াজ উদ্দিন, রাঙামাটি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সদস্য সচিব মোঃ হেলাল আকাশ এবং বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গত ১৭বছরে আআওয়ামীলীগ বিএনপি কে বিভিন্নভাবে নির্যাতন করে জর্জরিত করে রেখেছে। তবে তারা দলের ঐক্য নষ্ট করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে সকলকে এক সাথে দলের জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা।