
নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদোন্নতি ও বদলি জনিত বিদায়ী এবং নবাগত কৃষি কর্মকর্তার বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধার অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় দি চেঙ্গী চাইল্ড হোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়ার সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরোয়ার কামাল ও নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি মাহাদী বিন সুলতান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, নানিয়ারচর অফিসার্স ক্লাব কর্তৃক নবাগত কৃষি অফিসার তপু আহমেদ কে বরণ এবং বিদায়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা রাঙামাটি জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি এবং বদলি জনিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, আপনারা একজন নতুন কর্মস্থলে এসেছেন অপরজন নতুন কর্মস্থলে যাচ্ছেন। আপনাদের ২জনের জন্যই শুভ কামনা। ডা. নূয়েন খীসার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে নানিয়ারচরবাসী আপনার নিকট থেকে অনেক সহযোগিতা পেয়েছে। নতুন কর্মস্থলে গিয়েও আপনি নানিয়ারচরবাসীর পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
নবাগত কৃষি কর্মকর্তার উদ্দেশ্যে তিনি বলেন, কৃষি থেকেই আধুনিকতার শুরু হয়েছে। স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি খাতে উন্নয়নের বিকল্প নেই। নানিয়ারচরে কৃষক ও কৃষি উন্নয়নে আপনার ভুমিকা থাকবে বলে আশা করি।
সভাপতির বক্তব্যে আমিমুল এহসান বলেন, চিকিৎসা ও কৃষি দুটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা স্ব স্ব অবস্থান থেকে আরো নিষ্ঠার সাথে কাজ করবেন। আপনাদের আগামী আরো সফল ও সুন্দর হোক।
স্মৃতিচারণ করতে গিয়ে ডা. নূয়েন খীসা বলেন, এই উপজেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনকালে সরকারী কর্মকর্তা ও সর্বস্থরের জনগণ তাকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে নতুন কর্মস্থলে আরো ভালোভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে তিনি সকলের দোয়া কামনা করেন।
বক্তব্যে নবাগত কৃষি কর্মকর্তা বলেন, নানিয়ারচর অনেক সুন্দর এলাকা। এখানকার মানুষগুলো ও অনেক আন্তরিক। সকলের সহযোগিতা পেলে কৃষক ও কৃষিতে ব্যপক উন্নয়নে কাজ করবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন।