নিজস্ব প্রতিনিধিঃ
“সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে দরিদ্র এবং অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে নানিয়ারচর সেনা জোন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান পিএসসি এই মানবিক সহায়তা প্রদান করেন।
জোন সূত্রে জানা যায়, নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট ইউনিয়নের বাসিন্দা ও অসহায় এক নারী কে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করেন জোন কমান্ডার।
সেনা জোনের উদ্যোগে এমন জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা। তাদের এই মানবিক কর্মসূচির ফলে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
এদিকে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের মাঝে শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন ও নিরাপত্তা প্রদানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অত্র এলাকার বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগিতায় আনন্দিত।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল মশিউর রহমান পিএসসি বলেন, যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকছে বলেও জানান তিনি।