নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে সেনা অভিযানে দুর্বৃত্তের হাতে ছিনতাই হওয়া সরঞ্জামাদি উদ্ধার পূর্বক সংশ্লিষ্ট কোম্পানীর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।
রোববার (৯ অক্টোবর) সকালে উদ্ধার হওয়া এসব সরঞ্জামাদি সোর্স এন্ড সার্ভিস নামের আইটি কোম্পানী প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. হাবিবুল বাশারের হাতে তুলে দেয় নানিয়ারচর জোন কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া এসব সরঞ্জামাদির মধ্যে ছিলো ১টি মোবাইল ফোন, ১টি চাবিসহ রিং ও ৬টি আইপিএস ব্যাটারী।
সেনা সূত্রে জানা যায়, সোর্স এন্ড সার্ভিস নামের আইটি কোম্পানীর ইলেকট্রিক পণ্য (আইপিএস, ব্যাটারী, ইলেকট্রিক ক্যাবল ও টেলিভিশন) বহনকারী একটি ট্রাক খাগড়াছড়ি হতে রাঙামাটি যাওয়ার পথে গত ২৪সেপ্টেম্বর নানিয়ারচর জোনের আওতাধীন ১৮মাইল নামক স্থানে দুর্বৃত্তের হাতে ছিনতাইয়ের স্বীকার হয়। এসময় দুর্বৃত্তরা ট্রাকটির চালক ও হেলপারের নিকট থেকে ২টি মোবাইর ফোন, ১টি চাবির রিং ও ট্রাকে থাকা ৬টি আইপিএস ব্যাটারী ছিনিয়ে নেয়।
বিষয়টি জানতে পেরে নানিয়ারচর জোন ঘটনাস্থল ও তার আশেপাশের এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি এবং নিয়মিত টহল পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় গত ২৭সেপ্টেম্বর নানিয়ারচর জোন ছিনতাই হওয়া এসব মালামাল (১টি মোবাইল ফোন, ১টি চাবিসহ রিং ও ৬টি আইপিএস ব্যাটারী ) উদ্ধার করে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
সূত্রটি আরো জানায়, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও জনকল্যাণমূলক কাজে নানিয়ারচর জোনের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।