নিজস্ব প্রতিনিধিঃ
সিলেট চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের আওতায় নানিয়ারচরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী) বিকেল ৫টায় নানিয়ারচর মডেল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিলেট চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের রাঙামাটি আহ্বায়ক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক উপহার বিতরণ করেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর জোন প্রতিনিধি সার্জেন্ট শেখ মুরাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মো. জুলফিকার আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম মুন্না, নানিয়ারচর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন, সিলেট চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের রাঙামাটি আহ্বায়ক মো. আজিজুল ইসলাম, নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম ও সাংবাদিক লিয়াকত হোসেন লিমন।
সিলেট চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও জেলা সমন্বয়ক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় রুশনারা বেগম, নাসিমা আক্তার, আব্দুল মালেক ও ফয়সাল আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্যরা বলেন, সিলেট চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম নানিয়ারচরের সন্তান। আমরা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় মানবিক কাজ করে থাকি। প্রতিষ্ঠাতা সভাপতির উদ্যোগে আজ আমরা ১শত কম্বল বিতরণ করছি। আগামীতে আমরা এই এলাকায় বৃহৎ পরিসরে মানবিক কাজ করতে চেষ্টা করব।
বক্তব্যে সার্জেন্ট মুরাদ জানান, নানিয়ারচরে এমন মানবিক সহায়তা যেন আরো বেশি করে হয় আপনারা তেমন উদ্যোগ নিবেন। সামাজিক উন্নয়ন, নিরাপত্তা ও সেবামূলক কাজে নানিয়ারচর জোন সর্বদা আপনাদের পাশে থাকবে।