নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর সংগীত একাডেমির আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
সানশাইন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ও নানিয়ারচর সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি কমল কৃষ্ণ চাকমার সভাপতিত্বে বিজ্ঞান্তর চাকমার সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুপায়ণ চাকমা, সানশাইন পাবলিক স্কুলের সহকারী শিক্ষক টুম্পা দাশ প্রমূখ।
শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকশিত করার লক্ষে ৫টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঘিলাছড়ি সাংস্কৃতিক একাডেমি, বেতছড়ি সাংস্কৃতি চর্চা কেন্দ্র, উধোন্দী সাংস্কৃতিক পরিষদ ও জুম কালচারাল সেন্টার ও নানিয়ারচর সংগীত একাডেমি অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে আমিমুল এহসান খান বলেন, পার্বত্য অঞ্চলে সাংস্কৃতিক বিকাশের ব্যপক সুযোগ রয়েছে। নানিয়ারচরের মত প্রত্যন্ত এলাকায় এমন সাংস্কৃতিক প্রতিযোগিতা সত্যিই প্রশংসার দাবি রাখে। নানিয়ারচর উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে। প্রশাসনের পক্ষ থেকে যে কোন সহযোগিতায় নানিয়ারচর সংগীত একাডেমির পাশে থাকবেন বলেও যোগ করেন তিনি।
বক্তব্য শেষে অতিথিদের মাঝে সম্মাননা প্রদান, প্রতিযোগিদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। পরে শিশু কিশোর কিশোরীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।