নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে মৌসুমী ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার হল রুমে অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান।
অনুষ্ঠানে ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ও সমিতির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান।
এসময় ফল ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে নানিয়ারচর সিএনজি চালক সমিতির সভাপতি মো. ইউনুছসহ সমিতির অন্যান্য সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা নানিয়ারচর মৌসুমী ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি প্রতিষ্ঠা, বাৎসরিক আয়-ব্যয়, প্রতি বছর মানবিক অনুদান বিতরণ ও সমিতি নিয়ে আগামীর পরিকল্পনাসমূহ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সভাপতি বলেন, নানিয়ারচর উপজেলায় কৃষি খাতে অনেক সম্ভবনা রয়েছে। আনারস চাষ নানিয়ারচরের একটা ঐতিহ্য। এই আনারস নিয়ে নানিয়ারচরে অনেক কিছু করা সম্ভব। কিন্তু বিগত সরকার আনারস নিয়ে নানিয়ারচর নিয়ে কিছুই করেনি। যারা দ্বায়িত্ব পালন করছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নানিয়ারচর ফল ব্যবসায়ী সমিতি অনেক দূর এগিয়ে যাক আমি সেই প্রত্যাশা করছি।
প্রধান অতিথি এসময় বাৎসরিক সভায় নির্বাচিত বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা করেন।