নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় নানিয়ারচর জোন প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, বাপ্পি চাকমা, প্রমোদ খীসা ও অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার এবং আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মাদক, নারী নির্যাতন, আত্মহত্যার প্রবণতা সহ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজ নিজ অবস্থান হতে সকলকে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স কমিটির সভা, উপজেলা রাজস্ব সভা ও টিসিবির মনিটরিং কমিটির সভা ও অনুষ্ঠিত হয়।