নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটির নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা।
এসময় অন্যান্যের মাঝে কৃষি অফিসার মোহাম্মদ তপু আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, জোন প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ, জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেনসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।