নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মো. নাজির আলম, নানিয়ারচর জোন প্রতিনিধি মো. শহিদুল্লাহ, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আমিমুল এহসান বলেন, সার্বিকভাবে নানিয়ারচরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার এবং এর জেরে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
বক্তব্যে বক্তারা অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা, মূল সড়ক দখল নিয়মবর্হিভূত ট্রাক লোড এবং নানিয়ারচরের সাপ্তাহিক হাটে পরিচালনায় অব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন।
নানিয়ারচর জোন প্রতিনিধি এসময় বলেন, নানিয়ারচরে কোন ভাবেই অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়কাটা সহ প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হবে এমন কোন কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবেনা বলে নিদেশনা দিয়েছেন নানিয়ারচর নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ সাদী (পিএসসি)।
পরে ২০২৪ সালের জুলাই আগষ্টে ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের স্বরণে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বেসরকারী এনজিও সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কর্তৃক উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করে আশিকা।