নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খান।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, নানিয়ারচর জোন ও থানা প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্য বিবাহ ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার, আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করতে সকলের প্রতি আহ্বান জানান। ফেসবুকে গুজব ও উস্কানিমূলক যে কোন কার্যক্রম বন্ধেও সকলকে সজাগ থাকতে বলেন।
এসময় স্থানীয় বাসিন্দাদের মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানান উপজেলার এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।