নিজস্ব প্রতিনিধিঃ
সেনাবাহিনীর আয়োজনে নানিয়ারচরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে ইনভিসিবল সেভেনটিন (১৭ ইষ্ট বেঙ্গল)।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে নানিয়ারচর সেনা জোন কমান্ডার লে. কর্নেল মশিউর রহমান পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি মা’আরিফ মারকাজুল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেন, নানিয়ারচর জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ আশিকুজ্জামান।
সেনাবাহিনীর এই চিকিৎসক জানান, চরম আকারে প্রতিটি ছাত্রের চুলকানি ও চর্ম জনিত সমস্যার দেখা দিয়েছে। মাদ্রাসা শিক্ষকরা বিষয়টি নানিয়ারচর জোনে জানালে নানিয়ারচর জোন কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করে। এসময় সঠিক চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।