নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে মাদক মামলায় একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া অমিত চক্রবর্তী (৩০) এলাকার সুজন চক্রবর্তীর ছেলে।
রোববার (১লা ডিসেম্বর) ভোর রাতে কয়েকজন অজ্ঞাত যুবক মাতাল অবস্থায় নানিয়ারচর জগন্ন্াথ মন্দিরের গলিতে মাতলামি করতে দেখা গেলে ১জনকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে বাকিরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম জানায়, গতরাতে জগন্নাথ মন্দিরের গলিতে মাতাল অবস্থায় অমিত নামে এক যুবক কে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গতরাতে মাতাল অবস্থায় অমিতসহ কয়েকজন যুবক জগন্নাথ মন্দিরের পাশে সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিব দাশের বাড়ির দেওয়ালে ভাঙ্চুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অমিত নামে একজনকে আটক করে। নাশকতার উদ্দ্যেশ্যে রাতের আধারে মন্দিরের পাশে মাতলামি করে ভাঙ্চুর করে তারা। একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানায়, অমিত চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সে ইশকনের সাথে জড়িত থাকতে পারে। নাশকতা করতেই সে গভির রাতে জগন্নাথ মন্দির এলাকায় ভাঙ্চুর করে। এটা পরিকল্পিত ঘটনা। তার ব্যপারে ভালো করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।