নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে নানিয়ারচর উপজেলা সদরের বাসিন্দাদের। উপজেলার ২নং নানিয়ারচর সদর ইউনিয়নে এসবিবি, কাপের্টিং ও ইউনি ব্লক সড়ক উন্নয়নে সুদিন ফিরছে স্থানীয়দের।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের পুরাতন বাজার, লঞ্চঘাট, উপজেলা পরিষদ গেইট হতে উপজেলা কলোনী ও নানিয়ারচর জোন এলাকায় এসবিবি, কাপের্টিং ও ইউনি ব্লক সড়কের নির্মাণকাজ চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ইউটিএমআইডিপি প্রকল্পের আওতায় উপজেলার ২দশমিক ১কিলোমিটার সড়কের সংস্কার ও নির্মিত হতে যাচ্ছে। ২০২৩-২০২৪ অর্থবছরের এই কাজে বরাদ্দ ধরা হয়েছে ১কোটি ৮৫লক্ষ টাকা।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি রিপন তালুকদার জানান, এবছর এপ্রিলে এই কাজটি হাতে নেয় তারা। এতোমধ্যেই কাজটির বেশ অগ্রগতি হয়েছে। আগামী অক্টোবর মাসে এসব সড়কের উন্নয়ন কাজ শেষ হবে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠানটির অপর প্রতিনিধি স্বপন দেবনাথ জানান, সড়কের বেহাল দশা হওয়ায় দীর্ঘদিন স্থানীয়দের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। সদরের ২০০পরিবারের পাশাপাশি উপজেলা সদরে সেবা নিতে আসা সুবিধাভোগীদের যাতায়াত স্বাভাবিক হবে।
সাপ্তাহিক হাটে বাজার করতে আসা পথচারীরা জানান, লঞ্চঘাট থেকে পণ্য নিয়ে বাজারে উঠতে বিড়ম্বনায় পড়তে হতো। এখন রাস্তাটির উন্নয়ন হচ্ছে দেখে সত্যিই ভালো লাগছে।
সড়কের কাজের অগ্রগতি বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী আব্দুল হাকিম জানান, নানিয়ারচর সদরে ২কিলোমিটার সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কিছুদিনের মধ্যেই কার্পেটিং এর কাজ শুরু হবে।