নিজস্ব প্রতিনিধিঃ
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্মসূচির আওতায় নানিয়ারচরে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) সকালে উপজেলার ঘিলাছড়ি বাজারে চাল, ডাল ও সয়াবিন তৈল বিতরণ করেন, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা।
এসময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সিহানু চাকমা, মেসার্স মজুমদার ট্রেডার্স স্বত্বাধিকারী ঝিল্লুল মজুমদারসহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিহানু চাকমা জানান, নিবন্ধিত কার্ডধারীদের মাঝে কেজি চাল, ২ কেজি ডাল ও ২লিটার সয়াবিন তৈল বিতরণ করা হচ্ছে। যার মূল্য ৪৭০টাকা।
মেসার্স মজুমদার ট্রেডার্স স্বত্বাধিকারী ঝিল্লুল মজুমদার জানান, সাবেক্ষং ইউনিয়নে ১২৩৭, নানিয়ারচর সদর ইউনিয়নে ১৬৭৩, বুড়িঘাট ইউনিয়নে ১৭২৮ ও ঘিলাছড়ি ইউনিয়নে ১৩৫৭ সহ মোট ৫৯৯৩টি পরিবারের মাঝে এই টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে।
জানতে চাইলে ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান জানান, ভর্তুকি মূল্যে জনসাধারণ কে পণ্য সামগ্রী পৌঁছে দিতে জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনের পাশাপাশি কাজ করছি। আমার ইউনিয়নে আজ ১৩৫৭জনের মাঝে চাল, ডাল ও তৈল বিতরণ করছি।
এদিন টিসিবির পণ্য বিতরণকালে নিয়ম মেনে ডাল ও তৈল বিতরণ করলেও চাল বিতরণে ভিন্নতা লক্ষ করা যায়। জনপ্রতি ৫কেজি হারে চাল বিতরণের কথা থাকলেও ৩০কেজি পরিমান বস্তার চাল ৬জন কার্ডধারীর মাঝে বিতরণ করতে দেখা যায়।
এবিষয়ে জানতে চাইলে মেসার্স মজুমদার ট্রেডার্স স্বত্বাধিকারী ঝিল্লুল মজুমদার জানান, পাহাড়ি জনপদে দূর দুরান্ত থেকে এসে অনেকে এসব পণ্য নিতে পারেন না। এজন্য পাড়া মহল্লার কাউকে পেলে স্থানীয়রা নিজের কার্ডটি তাদের প্রতিবেশিকে দেন। আর এসব প্রতিবেশিরা একে অন্যকে এসব পণ্য নিতে সহায়তা করে বলে জানান তিনি।
এদিকে গতকাল বুড়িঘাটে টিসিবি পণ্য বিতরণকালে নি¤œ মানের চাল বিতরণ করা হয়েছে এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউনুস (সওদাগর) ট্রেডার্স এর স্বত্বাধিকার ঝিল্লুল মজুমদার জানান, নানিয়ারচর খাদ্য গুদাম থেকে আমরা চাল, ডাল ও তৈল নিয়ে নিবন্ধিত কার্ডধারীদের মাঝে বিতরণ করে থাকি। আমার জানা মতে বিতরণকৃত এসব পণ্যের গুনগত মান সঠিক ছিলো বলেও জানান তিনি।
বস্তায় চাল কম পাওয়া যাচ্ছে এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ঝিল্লুল মজুমদার বলেন, আমরা জনপ্রতি ৫কেজি হারে চাল বিতরণ করছি। কেউ পরিমানে কম পেয়েছে জানালে আমরা পরিমাপ ৫কেজি হারে মেপে দিচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে নানিয়ারচর খাদ্য গুদামের ওসি এলএসডি কেসিটি মারমা বলেন, বিতরণ করা চালের গুনগত মান ভালো। চাল খারাপ নয়। ২/১টা বস্তায় হয়ত কিছু পুরাতন চাল থাকতে পারে। তবে আমরা কোন অভিযোগ পাইনি।