নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে আব্দুল লতিফ হাওলাদার। আকষ্মিক এই অগ্নিকাণ্ডে পরো ঘর পুড়ে ছাই হয়েছে। এতে রক্ষা করা যায়নি কোনকিছুই। ফলে পথে বসেছে তার পুরো পরিবার।
বৃহস্পতিবার (৮ই আগস্ট) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ঘটনাটি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মোস্তফা খান।
এঘটনায় প্রতিবেদক কে মুঠোফোনে আব্দুল লতিফ জানান, টেলিভিশনের মাধ্যমে অন্তবর্তিকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখতে তিনি নিকটস্থ দোকানে যান। আকষ্মিক তার ঘরে আগুন দেখতে পেলে স্থানীয়রা তাকে জানায়। সাথে সাথে তিনি ছুটে যান। সেখানে পৌঁছে তিনি কিছুই রক্ষা করতে পারেনি। এসময় পরিবারের কেউ বাসায় ছিলেন না। তার স্ত্রী এসময় মেয়ের বাড়ি ছিলেন।
তিনি আরো জানান, দুপুরের পর থেকে চুলায় আগুন ছিলনা। সেই সকালে রান্না হয়েছে। তিনি নানিয়ারচর উপজেলা বিএনপির একজন সদস্য হওয়ায় কেউ শত্রুতা করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। খুব দ্রুত সময়ে ঘরটি আগুনে পুড়ে যাওয়ায় তিনি ধারণা করছেন কেউ পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে মোস্তফা খান জানান, আব্দুল লতিফ একজন ইঞ্জিন চালিত বোট চালক। পাশাপাশি সে কৃষি কাজ করে। এঘটনায় তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।