নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১লা ডিসেম্বর) সকালে উপজেলা সদরের উপর বাজার এলাকার বাজার শেড দ্বিতীয় তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে ১৫২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উত্তম দাশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক তালুকদার পেয়েছেন ৩২ভোট। অপরদিকে ১৫৭ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ছানাউল্ল্যা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনি চৌধুরী পেয়েছেন ২৮ভোট।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রিয়তোষ দত্ত ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নুর জামাল হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক নেতা নারায়ন সাহা, গন্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ীসহ উপস্থিত ছিলেন।
এবিষয়ে নবনির্বাচিত সভাপতি উত্তম দাশ বলেন, নানিয়ারচরের ব্যবসায়ীরা আমাকে মনোনিত করেছে। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ পালন করবো। নানিয়ারচর বাজারের সৌন্দর্যবন্ধন প্রকল্প গ্রহন, বর্জ ব্যবস্থাপনা, বাজার সম্প্রসারণ ও অগ্নিকা-ে বাজারের সুরক্ষা সহ সকল বিষয়ে আমার নজরদারী থাকবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছানাউল্ল্যা জানান, বাজারের ব্যবসায়ীরা যাতে করে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সে বিষয়ে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণে চেষ্টা করবো।
বাজারের সাধারণ ব্যবসায়ীরা জানান, নানিয়ারচর বাজারের পানি নিষ্কাশন, বর্জ ব্যবস্থাপনা, অগ্নি নির্বাপক ব্যবস্থাসহ ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।
বিকেলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নানিয়ারচর বাজার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় বাজার ব্যবসায়ীরা নতুন সভাপতি ও সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, ২০১১সালে এই সমিতিটি প্রতিষ্ঠা হলেও উৎসবমূখর পরিবেশে এবারই প্রথম নির্বাচনের আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি-সম্পাদক সহ সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।