নানিয়ারচর প্রতিনিধিঃ
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামন্ডলী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার মুক্তার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. নূয়েন খীসা, ১নং সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ২নং নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, ৩নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোধ খীসা, ৪নং ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি উপজেলা পরিষদ মাঠে তিনদিন ব্যাপী (১৭-১৯ সেপ্টেম্বর) স্থানীয় সরকার দিবস মেলার উদ্বোধন করেন। পরবর্তীতে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।