তুফান চাকমা, নানিয়ারচরঃ
রাঙামাটির নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন ১০টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। একই সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন উপজেলার প্রশাসনিক ভবন ও সম্প্রসারিত হলরুম নির্মাণাধীন ভবন এর উদ্বোধন করেন এমপি।
বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। আওয়ামী লীগ সরকার আগামীতে আবারও যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে তাহলে এই উন্নয়নের ধারা আরও তরান্বিত হবে।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইরফানুল কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার, স্থানীয় ৪ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।