মেহেদী ইমামঃ
রাঙামাটিতে নানিয়ারচর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) সকালে উপজেলার বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মশিউর রহমান পিএসসি।
এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন, নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশিকুজ্জামান।
অনুষ্ঠানে নানিয়ারচর জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন মো. শাহেদুর রহমান শাহেদ, সার্জেন্ট শেখ মুরাদ হোসেন, সেনা সদস্য ও সেবা নিতে আসা উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
নানিয়ারচর জোন (ইনভিসিবল সেভেনটিন) এর দিনব্যাপী বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কর্মসূচিতে বিভিন্ন বয়সের ৩শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার মশিউর রহমান বলেন, স্থানীয় জনসাধারণের শিক্ষা, চিকিৎসা সহ যাবতীয় মানবিক সহযোগিতা করে যাবে নানিয়ারচর জোন। পাশাপাশি তাদের যে কোন দূর্যোগপূর্ণ পরিবেশে ও পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে খুশি এলাকার অসহায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা।