মেহেদী ইমামঃ
নানিয়ারচরে বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।
গতকাল (বৃহস্পতিবার, ১৭ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রাম উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ এই বিদ্যালয়ের পাঠদান, শ্রেণী কক্ষের পরিবেশ ও বিগত সময়ে বিদ্যালয়ের পাশের হার নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলেন।
এসময় ক্যাপ্টেন নুরুল আলম গাজি নামে বিদ্যালয়টির নামকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি স্থানীয় সাথে কথা বলেন। এছাড়াও তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরে চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ এবং তার সফরসঙ্গী চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল মান্নান নারিকেল গাছের চারা রোপন করেন।
বিদ্যালয় পরিদর্শনকালে নানিয়ারচর জোন কমান্ডার এর প্রতিনিধি মেজর মোহাম্মদ সায়েম, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিকাশ খীসাসহ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, শিক্ষা বোর্ডের উপ পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল মান্নান ও মেজর সায়েম কে ফুল দিয়ে বরন করে নেয়।
এদিন চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয় সহ সাপছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বড়মহাপুরম উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়, নানিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় ও কাঠালতলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।