নিজস্ব প্রতিনিধিঃ
গুম, খুন, গুলি, হত্যা ও ১৫ই আগস্টের নাশকতা পরিকল্পনার প্রতিবাদে নানিয়ারচরে অবস্থান কর্মসূচি পালন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার সকালে বাবু চুণিলাল দেওয়ান সেতু সংলগ্ন এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান হাওলাদার।
নানিয়ারচর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি তুতি মিয়ার সভাপতিত্বে ও নানিয়ারচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের সঞ্চালনায় এসময় জেলা বিএনপি সদস্য ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, সহ-সভাপতি রনো চাকমা, নুর ইসলাম (বড় মিয়া), যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, যুবদল আহ্ববায়ক বাবু, মহিলা দলের আহ্ববায়ক বিলকিস বেগম, যুবনেতা মো. জাফর, রিয়াজ, পলাশ, ছাত্রনেতা হাসান মল্লিক, সাইফুল এবং ওলামা দল, মৎস্য দল, তাতি দল, শ্রমিক দলসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫বছর ফ্যাসিবাদী সরকার গুম, খুন, হত্যা ও স্বৈরাচারিতার শীর্ষে পৌঁছেছিল। ছাত্র-জনতার তুমুল আন্দোলনে তোপের মূখে দেশে থেকে পালাতে বাধ্য হয়েছে খুনি শেখ হাসিনা। আজ ভারতে বসেও সে বিভিন্ন অপকর্মের পরিকল্পনা করে যাচ্ছে। বিগত আন্দোলনে ছাত্র জনতার পাশে থেকে এই দেশকে যেভাবে ২য় বারের মত স্বাধীন করেছি। আগামীতেও যে কোন পরিস্থিতিতে সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাপিয়ে পড়ব আমরা। বক্তব্যে গুম, খুন ও গুলি করে ছাত্র হত্যার আদেশ দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও জোর দাবি জানান বক্তারা।
এর আগে অবস্থান স্থল হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নানিয়ারচর বাজারের প্রধান সড়ক হয়ে নানিয়ারচর মডেল মসজিদ, থানা ও উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পূনরায় অবস্থান স্থলে এসে শেষ হয়।