নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার (২২ জুন) দুপুরে নানিয়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার আইনে ৪টি ও পরিবেশ আইনে ২টি মামলায় ১৮হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা জানান, নানিয়ারচরে ভোক্তা অধিকার আইনে ও পরিবেশ আইনে ৬টি মামলা করা হয়েছে। এতে মোট ১৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম ও উপজেলা প্রশাসনের অফিস সহকারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।