নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে নিজ কার্যালয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও উপজেলা জামায়াতে ইসলামি আমীর মাওলানা শিরাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও আমিমুল এহসান বলেন, নানিয়ারচর উপজেলার মানুষ শান্তি প্রিয়। আমরা শান্তিতে আছি। আগামীতেও শান্তিতে থাকতে চাই। কেউ গুজবে কান দিবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবেনা। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান এই নির্বাহী অফিসার।