নানিয়ারচর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষ্যে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দলটি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের উপর বাজারে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বাবুল কর্মকারের সভাপতিত্বে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী পালন করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুজিত তালুকদার,
সহ-সাধারণ সম্পাদক ফারুক মৃধা, নানিয়ারচর উপজেলা ছাত্রলীগ সভাপতি আকাশ কর্মকার, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ রিপন তালুকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।