নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ কে সামনে রেখে প্রচারণার মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ১০টি উপজেলা নিয়ে গঠিত ২৯৯নং আসনে শেষ সময়ে প্রার্থীরা ভোটারদের দারে দারে চষে বেড়াচ্ছেন।
বুধবার (৩রা জানুয়ারী) দুপুরে নানিয়ারচর বাজারে সাপ্তাহিক হাটে আসা ভোট প্রার্থণা করেন, ২৯৯নং আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে। তিনি ভোটের মাঠে লড়ছেন ছড়ি প্রতিক (লাঠি) নিয়ে।
এদিন অমর কুমার নানিয়ারচর বাজারের প্রধান সড়ক, উপর বাজার, নীচ বাজার, লঞ্চ ঘাট, সিএনজি ষ্টেশন, ইসলামপুর, বগাছড়িসহ বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এসময় গণমাধ্যম কে তিনি জানান, ২৯৯নং আসনটি অনেক বড়। বেশ কিছু এলাকা দূর্গম হওয়ায় সকল ভোটারদের কাছে যাওয়া সম্ভব হচ্ছেনা বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আমি সকল ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। নির্বাচনী প্রচারণায় আমাকে বাধা দেওয়া হচ্ছে। রাঙামাটি শহরে আমার ব্যানার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে বলেও যোগ করেন তিনি।