তুফান চাকমাঃ
রাঙামাটির নানিয়ারচরে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজার মণ্ডপ পরিদর্শন করলেন রাঙামাটি জেলা প্রশাসক।
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার একমাত্র পূজা মণ্ডপটি পরিদর্শন করেন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। মন্ডপ পরিপদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার মুক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, থানার ওসি (তদন্ত) মুন্সি আনিসুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সম্প্রীতি বজায় রেখে সকলে মিলে আপনারা পূজার আনন্দ উপভোগ করছেন এটা আমার খুব ভালো লেগেছে। অনাকাঙ্খিত কোন ঘটনা যেন না ঘটে সেদিক লক্ষ রাখবেন। মাদক ও নেশামুক্ত থেকে আনন্দ উপভোগ করবেন। মুসলিম ধর্মালম্বীদের আযান ও নামাজের সময় বিবেচনায় রেখে সেসময় মাইক বাজাবেন না।
পূজা উদযাপনে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই তাহলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।