নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নানিয়ারচরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টি গুনে”।
মঙ্গলবার (২১ মে) সকালে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা পুষ্টি কমিটির সভাপতি সভাপতি ও নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খান।
এসময় নানিয়ারচর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন এর সঞ্চালনায় মেডিকেল অফিসার আরাফাত মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মিল্টন বড়–য়া, নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে আমিমুল এহসান বলেন, মেধাবী জাতি গঠনে আমাদের কে অবশ্যই পুষ্টিকর খাবারের কথা ভাবতে হবে। নানিয়ারচরে ফলমূলসহ প্রচুর পরিমান প্রকৃতিক খাদ্য রয়েছে। আমাদের কে ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য গ্রহন করতে হবে।
পরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর রান্না প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।