নিজস্ব প্রতিনিধিঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির নানিয়ারচরে পানিবন্দি হয়ে পড়েছে ১৫০টি পরিবার। এছাড়াও অন্তত্য ২০টি স্থানে পাহাড় ধ্বসে অচল হয়ে পড়েছে যান চলাচল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় তিনি নানিয়ারচর সদর, ইসলামপুর, বগাছড়ি, শিকলপাড়া, বুড়িঘাট বলির পাহাড় ও ১৭নং টিলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের সাথে কথা বলেন এবংক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, পেয়াজসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে সচেতনতামূলক প্রচারাভিযান চালান। পরে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোজ খবর নেন। এসময় এই পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জানতে চাইলে নিবার্হী অফিসার জানান, নানিয়ারচর উপজেলায় সরকারী দপ্তরগুলো, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি ও সাধারণ ছাত্র-ছাত্রী ও সমাজের সর্বস্তরের মানুষসহ আমরা একসাথে নিয়ে এই দূর্যোগ মোকাবেলায় কাজ করছি। ঝুঁকিপূর্ণ পরিবার সমূহকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আশার চেষ্টা করছি। ইতোমধ্যে যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন তাদের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।