নিজস্ব প্রতিনিধিঃ
আজ ( ৪ মে, রোববার) নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১২নং টিলা এলাকার মো. আলমগীর এর নিকট থেকে পাহাড় ধ্বসের সম্ভাবনা রয়েছে এমন জায়গায় মাটি খননের দায়ে জরিমানা আদায় করেন, নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা।
এসময় নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ও বুড়িঘাট ৫নং ইউপি সদস্য মোস্তফা খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার করিমুন্নেছা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা সহ কোন অনিয়ম মেনে নেওয়া হবেনা। নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এধরনের অভিযান অব্যাহত থাকবে।