নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে নানিয়ারচরে জাদুকাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ২নং নানিয়ারচর সদর ইউনিয়নের জাদুকাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে নানিয়ারচর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কান্তি ত্রিপুরা, নানিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বেনজির আলম সরকার, নানিয়ারচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় তিনি শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করেন। পরে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। মতবিনিময়কালে স্থানীয়রা এলাকায় রাস্তাঘাট উন্নয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোর দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা এসময় নানিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল সহ সকল দপ্তরের অফিসারদের স্ব স্ব জায়গা থেকে স্থানীয়দের উন্নয়নে ভূমিকা রাখতে নির্দেশনা প্রদান করেন।

