ওমর ফারুক, নানিয়ারচরঃ
রাঙামাটির নানিয়ারচরে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সম্মাননা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আমিমুল এহসান খানকে বিদায়ী সম্মাননা জানানো হয়।
এসময় উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নবাগত নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা কে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, বিএনপির সভাপতি নুরুজ্জামান, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জুলফিকার আলী, রিসোর্ট ইন্সট্রাক্টর মোহাম্মদ সারওয়ার কামালসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে আমিমুল এহসান বলেন, দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম। আপনারা অনেক আন্তরিক। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন নবাগত নির্বাহী অফিসারকেও আপনারা তেমন ভাবে সহযোগিতা করবেন।
অনুষ্ঠান শেষে সংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান ও নিত্য পরিবেশন করেন। এর আগে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বিদায়ী ও নবাগত নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।