নিজস্ব প্রতিনিধিঃ
চলমান ভারি বর্ষণের ফলে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড় ও সড়ক ধ্বসের সম্ভাবনা দেখা দিয়েছে। তীব্র বর্ষণের ফলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ১৪নং টিলা এলাকায় ধ্বসে পড়েছে সড়ক।
সোমবার (১লা জুলাই) বিকেলে ঘটনার খবর পেয়েই ধ্বসে পড়া সড়ক পরিদর্শনে ছুটে যান, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় সড়কের বেহাল দশা ও যান চলাচল ব্যহত হচ্ছে দেখে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন তিনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকদের সাথে নিয়ে মাটি ভরাট করে সড়কে যান চলাচলে ব্যবস্থা গ্রহন করা হয়। এতে এলাকার ইয়ুথ ক্লাব ও বুড়িঘাট স্পোটিং ক্লাবের ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
এবিষয়ে জানতে চাইলে নির্বাহী অফিসার বলেন, তীব্র বর্ষণের ফলে বুড়িঘাট ১৪নং টিলা এলাকায় সড়ক ধ্বসে পড়েছে। খবর পেয়েই আমরা ছুটে গিয়েছি। এলাকার যুবকেরা যথেষ্ট সাহায্য করেছেন। ধ্বসে পড়া সড়ক সংস্কারে তাদের সহযোগিতা প্রশংসার দাবি রাখে।
তিনি আরো জানান, দূর্যোগকালীন সময়ে নানিয়ারচরে সার্বক্ষণিক ৯টি আশ্রয়নকেন্দ্র খোলা হয়েছে। দূর্যোগ সম্ভাবনার কোন আলামত পেলেই স্থানীয়রা যেন আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নেন।
উপজেলার আশ্রয়কেন্দ্র গুলো হলো, সাবেক্ষ্যং ইউনিয়নের নিম্ন কেঙ্গালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জাহানাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
নানিয়ারচর ইউনিয়নের নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাতাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়। বুড়িঘাট ইউনিয়নের বুড়িঘাট বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুড়িঘাট পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগাছড়ি পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নানিয়ারচর পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ঘিলাছড়ি ইউনিয়নে ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, ইউপি সদস্য মিজানুর রহমান, মোস্তফা খান, স্থানীয় শামিম ও মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।