নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর ইসলামপুরে ধর্মীয় এক এবাদত খানায় সাউন্ড সিস্টেম সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী (নানিয়ারচর সেনা জোন)।
বুুধবার (২৮ আগস্ট) “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় মসজিদ কমিটির নিকট সাউন্ড সিস্টেম সামগ্রী প্রদান করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ইসলামপুরের এই এবাদাত খানায় কোন সাউন্ড সিস্টেম না থাকায় ধর্মীয় প্রচার করতে পারছিলেন না তারা। বিষয়টি জোন অধিনায়ক কে জানালে তিনি মাইক, এমপ্লিফায়ার, মাইক্রোফোন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন তিনি।
নানিয়ারচর জোনের এমন উন্নয়নমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা। নানিয়ারচর জোন জানিয়েছে স্থানীয়দের জন্য এমন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।