নিজস্ব প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নানিয়ারচরে তুমুল প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী রুপম দেওয়ান। এবারের নির্বাচনে দোয়াত কলম প্রতিক নিয়ে লড়ছেন তিনি।
আগামী ২৯ মে রাঙামাটির তিনটি উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কে ঘিরে প্রচারণার মাঠে ইতোমধ্যেই প্রার্থীদের তোড়জোড় চলছে। ভোটারদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। নানিয়ারচরেও এর ব্যতিক্রম ঘটেনি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্বাচনী প্রচারণার নিয়ম মেনেই প্রতিদিনই ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ভোটারদের সাথে দেখা করছেন চেয়ারম্যান প্রার্থী রুপম দেওয়ান।
জানতে চাইলে দোয়াত কলম প্রতিকের এই প্রার্থী প্রতিবেদক কে জানান, “নানিয়ারচরের প্রান্তিক জনগোষ্ঠির মানুষের সাথে আমি চলি। বিগত সময়ে চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, আগামীতেও থাকবো। প্রচারণায় নেমে সাধারণ জনগণের কাছ থেকে ব্যপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে এবং আমার সামর্থকরা নিরাপদে ভোট দিতে পারলে আমি নিশ্চিত জয়ী হবো”।
জানা যায়, এবারে নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৪জন প্রার্থী। এদের মধ্যে দোয়াত কলম প্রতিক নিয়ে রুপম দেওয়ান, কাপ পিরিচ প্রতিকে প্রগতি চাকমা, মোটর সাইকেল প্রতিকে জ্যোতিলাল চাকমা ও অমর জিবন চাকমা লড়ছেন আনারস প্রতিকে নিয়ে।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের নির্বাচন।