নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে হার্ডওয়ারের দোকানের ড্রয়ার ভেঙে গভির রাতে ৩০হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে (৬ নভেম্বর) নানিয়ারচর উপজেলা সদরে মো. জামালের দোকানে এই ঘটনা ঘটে।
মো. জামাল জানায়, দরজা ভেঙে দোকানের ক্যাশে থাকা ৩০হাজার টাকা চুরি করে ওই চোর। সে বা তারা দোকানের অপর ড্রয়ার টি ভাঙার চেষ্টা করলে বিফল হয়। এটি সংঘবদ্ধ চুরি বলে মনে করছেন তিনি। কোন মালামাল নয়, বরং শুধু নগদ অর্থ চুরি গেছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, সকালে দোকান খুলতে এসে দরজা ও ড্রয়ার ভাঙা দেখে প্রতিবেশী দোকানদার ও বাজার পরিচালনা কমিটিকে অবগত করেন এই ব্যবসায়ী।
স্থানীয় পুলিশ জানায়, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন যাবৎ নানিয়ারচরে বেড়েছে চুরির ঘটনা। কদিন পূর্বে বাজারের রিচার্জ ব্যবসায়ী নুরু মিয়ার দোকানেও চুরি হয়েছে। কদিনের ব্যবধানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাড়ছে চুরি আতঙ্ক।