নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙ্গামাটির নানিয়ারচরে স্থানীয় তরুণ খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) কর্তৃক এসব ক্রীড়া সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রোববার (২৭ আগস্ট) বিকালে সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব এবং ছয়কুড়িবিল ক্লাবের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
সেনাবাহিনী সূত্র জানায়, নানিয়ারচর জোনের আওতাধীন সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব এবং ছয়কুড়িবিল ক্লাব আর্থিক সঙ্কটের দরুন ক্রীড়া সামগ্রী ক্রয় করতে না পেরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতো। বিষয়টি জানতে পেরে তরুণ এসব খেলোয়াড়দের পাশে দাড়ান নানিয়ারচর জোন অধিনায়ক।
জোন আওতাধীন সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব সদস্যদের মাঝে ২৪ সেট জার্সি, ২টি ফুটবল, ১টি ভলিবল এবং ১টি ভলিবল খেলার নেট, ছয়কুড়িবিল ক্লাবকে ১৬ সেট জার্সি, ২টি ফুটবল ও একটি হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়। এছাড়াও বামফিল্যান্ড এলাকার শাবনূর আক্তার নামে এক শিক্ষার্থী কে পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করে নানিয়ারচর জোন।
এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাবে।। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবন যাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে নানিয়ারচর জোন।